বিশেষডেস্ক ॥
গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত তপন কুমার ঘোষ এর মাতা ডুমুরিয়া উপজেলার চুকনগরের স্বর্গীয় জমিদার ইন্দুভূষন পাল এর দ্বিতীয় কন্যা হরিঢালী নিবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস ঘোষ এর সহধর্মীনি রতœগর্ভা রাধারাণী ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি সুশিক্ষায় শিক্ষিত ৭ পুত্র ইঞ্জিনিয়ার অরুন কান্তি ঘোষ, তরুন কান্তি ঘোষ এমএসসি (রসায়ন), তপন কান্তি ঘোষ, বিএ অনার্স(এমএ) (অর্থনীতি), স্বপন কান্তি ঘোষ (এমএসসি প্রাণীবিজ্ঞান), সমর কান্তি ঘোষ, বিএসসি (অনার্স) পরিসংখ্যান, অমর কান্তি ঘোষ, বিকম, এমকম (ব্যবস্থাপনা), অজয় কান্তি ঘোষ, বিএসসি (ইঞ্জিনিয়ার) কম্পিউটার ও ১ কন্যা মঞ্জুরাণী ঘোষসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আগামী ১২ আগষ্ট ২০১৬ তার শ্রাদ্ধানুষ্ঠান ও ১৫ আগষ্ট মধ্যাহ্নভোজ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাইকগাছা কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিণœ শ্রেণীপেশার মানুষ।
গপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদমর্যাদায় কর্মরত তপন কুমার ঘোষ এর মাতা ডুমুরিয়া উপজেলার চুকনগরের স্বর্গীয় জমিদার ইন্দুভূষন পাল এর দ্বিতীয় কন্যা হরিঢালী নিবাসী সমাজসেবক, শিক্ষানুরাগী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনিবাস ঘোষ এর সহধর্মীনি রতœগর্ভা রাধারাণী ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি সুশিক্ষায় শিক্ষিত ৭ পুত্র ইঞ্জিনিয়ার অরুন কান্তি ঘোষ, তরুন কান্তি ঘোষ এমএসসি (রসায়ন), তপন কান্তি ঘোষ, বিএ অনার্স(এমএ) (অর্থনীতি), স্বপন কান্তি ঘোষ (এমএসসি প্রাণীবিজ্ঞান), সমর কান্তি ঘোষ, বিএসসি (অনার্স) পরিসংখ্যান, অমর কান্তি ঘোষ, বিকম, এমকম (ব্যবস্থাপনা), অজয় কান্তি ঘোষ, বিএসসি (ইঞ্জিনিয়ার) কম্পিউটার ও ১ কন্যা মঞ্জুরাণী ঘোষসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। আগামী ১২ আগষ্ট ২০১৬ তার শ্রাদ্ধানুষ্ঠান ও ১৫ আগষ্ট মধ্যাহ্নভোজ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাইকগাছা কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিণœ শ্রেণীপেশার মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন