বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

পাইকগাছায় গরু চুরি সিন্ডিকেটের ৩ সদস্যসহ ব্যবহৃত পিকআপ আটক

#‎নিজস্বপ্রতিবেদক‬।।
পাইকগাছায় শেষ পর্যন্ত টহল পুলিশের হাতে গরু চুরি সিন্ডিকেটের ৩ সদস্যসহ তাদের ব্যবহৃত একটি পিকআপ আটক করেছে থানাপুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সঙ্গবদ্ধ চোরেরা দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে বাইরে পাচার করে আসছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৃষ্ট নিম্নচাপ জনিত প্রাকৃতিক দুর্যোগকালে বুধবার গভীর রাতে একদল চোর উপজেলার লস্কর ইউপির পূর্ব খড়িয়াস্থ শিক্ষক পরিতোষ হালদারের গোয়াল ঘর থেকে ৪০ হাজার টাকা মূল্যের একমাত্র গাভী চুরি করে পিকআপযোগে নিয়ে আসে। এ সময় চোরেরা আলমতলায় পিকআপটি রেখে স্থানীয় সাবেক মেম্বর নাসির উদ্দীনের গোয়াল থেকে আরেকটি গরু চুরি করার সময় টহল পুলিশের নজরে আসে। পুলিশের এস,আই স্বপন রায়ের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চাঁদখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছেলে শেখ মাসুদ (৪০), আলী সরদারের ছেলে বাদশা সরদার (২২) ও রফিকুল সরদারের ছেলে রুবেল সরদার (২৩) কে আটক করে। এ ঘটনায় গরুর মালিক পরিতোষ হালদার ধৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরি করে আসছিল এ কথা জানিয়ে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন, চোর সিন্ডিকেটের মূল হোতাকে ধরার জন্য আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন