শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

পাইকগাছায় বৃদ্ধার আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছায় অমেলা মন্ডল (৬০) নামে এক বৃদ্ধা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অমেলা উপজেলার দেলুটী গ্রামের মৃত আহল্লাদ মন্ডলের স্ত্রী। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের যেকোন সময় বাড়ীর পার্শ্বের পেপুল গাছের ডালের সাথে নেটের জাল দিয়ে অমেলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন