শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

পাইকগাছায় জরাজীর্ণ ২০ কিঃমিঃ সড়ক পিএমপি প্রকল্পে অন্তভূক্তি সহ জরুরী সংস্কারে এমপি নূরুল হকের ডি/ও লেটার প্রদান

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি থেকে আলমতলা পর্যন্ত ২০ কিঃমিঃ সড়ক পিএমপি প্রকল্পে অর্ন্তভূক্তি সহ জরুরী সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহা-সড়ক বিভাগের সচিব বরাবর উপ-আনুষ্ঠানিক পত্র (ডি/ও লেটার) দিয়েছেন। এমপি নূরুল হক বৃহস্পতিবার সচিবালয়ে সচিব এমএএন সিদ্দিক এর নিকট (ডি/ও লেটার) প্রদান করেন। উল্লেখ্য, এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ প্রধান এ সড়কের ২০ কিঃমিঃ রাস্তা দীর্ঘ দিন সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। চলতি বর্ষা মৌসুমে সড়কের অসংখ্য স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে হাটু পানি জমে যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। চলাচলে চরম আকারে বেড়েছে সাধারণ মানুষের দূর্ভোগ। সড়কটি সংস্কারের দাবীতে ইতোমধ্যে পাইকগাছা নাগরিক কমিটি পালন করেছে মানববন্ধন কর্মসূচী। এরআগে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক সংস্কারের ব্যাপারে জাতীয় সংসদে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একাধিকবার দৃষ্টি আকর্ষন করেন। অবশেষে সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জন গুরুত্বপূর্ণ সড়কের ২০ কিঃমিঃ রাস্তা পিএমপি প্রকল্পে অর্ন্তভূক্ত সহ জরুরী মেরামতের জন্য সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব বরাবর (ডি/ও লেটার) প্রদান করায় স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে অভিনন্দন জানিয়েছেন নির্বাচিত এলাকার সর্ব সাধারণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন