বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গড়ইখালী চ্যাম্পিয়ন

পাইকগাছা প্রতিনিধি ॥
 পাইকগাছায় আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের ফাইনালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়কে ৩-১ ব্যবধানে পরাজিত করে গড়ইখালী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারে নি। পরে ট্রাইবেকারে ৩-১ ব্যবধানে গড়ইখালী চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন শিক্ষক জয়দেব মন্ডল, রহমত আলী, ইসমাইল হোসেন, প্রদীপ শীল, এসএম আমিনুর রহমান লিটু, কোচ তুষার কান্তি মন্ডল ও আব্দুস সালাম কেরু। ধারাভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন