শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭

শিশু রানার চিকিৎসার্থে সাহায্যের আবেদন

ডেস্ক নিউজ॥
রানা গাজী ১১ নামে এক শিশু চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জন্ম থেকে তার বাল্ব ছিদ্র। তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৭ লক্ষ টাকার প্রয়োজন। যা তার  দরিদ্র পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তার চিকিৎসার সাহায্যের জন্য মানবিক আবেদন জানিয়েছেন পরিবার। পাইকগাছা পৌরসভার সচিব তুষার কান্তি দাশ জানান, রানা সাতক্ষীরা জেলার জালালপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের হতদরিদ্র জয়নুদ্দীন গাজীর ছেলে। ৪ ভাই-বোনের মধ্যে রানা সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। জন্ম থেকেই রানার শরীরের বাল্ব ছিদ্র। বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে ২নং মেডিসিন ওয়ার্ডের ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে রানার চিকিৎসার জন্য প্রায় ৭ লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা গরীব পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয় এ জন্য সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন রানার পরিবার। ০১৭৬২-০১৭৫৮৭ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন রানার পিতা জয়নুদ্দীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন