সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় র‌্যালী, আলোচনা সভা, শিক্ষা মেলা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে “শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর রনজিত কুমার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, মিজানুর রহমান, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, যতি শংকর রায়, শিক্ষক রবীন্দ্রনাথ রায়, নুরুজ্জামান, এস.কে আসাদুল্লাহ মিঠু, মহাসীন আযম, প্রশান্ত কুমার শীল, শিক্ষার্থী মুশফিকু জান্নাত মৌসি ও তাহসিন আল-রাজী। সংবর্ধনা অনুষ্ঠানে ১৫৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন