শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের অভিযোগ><পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু

বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় দাবিদার ৩৭২ মুক্তিযোদ্ধাসহ লাল তালিকাভূক্ত সুবিধাভোগী অভিযুক্ত ৪২ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট কমিটির কাছে বড় ভাই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ছোট ভাই অভিযোগ দিতে গেলে কিল, চড়, থাপ্পড়ের ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী ১৫ ফেব্র“য়ারি চুড়ান্ত সময়-সীমার মধ্যে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের জন্য পাইকগাছাও এ কর্মকান্ড শুরু হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাইয়ের সময় ৭ সদস্যের কমিটির সভাপতি এ্যাডঃ মুজিবুর রহমান ও সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান সূচনা বক্তব্যে বলেন, ৩ ধরণের যাচাই-বাছাই শেষে কোন মুক্তিযোদ্ধার নাম বাদ পড়লে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপীল করতে পারবেন বলে জানিয়েছেন। এদিকে গতকাল যাচাই-বাছাইকালে কপিলমুনি ইউপির তালিকাভুক্ত ও সুবিধাভোগী মুক্তিযোদ্ধা বড় ভাই শেখ জামাল হোসেনের বিরুদ্ধে ছোট ভাই শেখ আবুল হাসেম অভিযোগ দিতে গেলে দু’ভাইয়ের মধ্যে কিল, চড়, থাপ্পড়ের ঘটনা ঘটে। শেখ আবুল হাসেম অভিযোগ করেছেন, বড় ভাই ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। এ অভিযোগ অস্বীকার করে মুক্তিযোদ্ধা জামাল হোসেন ছোট ভাইকে বিএনপি জামায়াতের লোক উল্লেখ করে বলেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন