শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

পাইকগাছায় ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধে ফের ভয়াবহ ভাঙ্গন

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় অস্বাভাবিক জোয়ারের স্রোতে আবারও দেলুটির ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভ্ঙ্গান কবলিত বাঁধটি প্রাথমিক মেরামত করেছে। একই সাথে খবর পেয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পাউবো’র উর্দ্ধতন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের দারুণমল্লিক এলাকার ওয়াপদার বেড়িবাঁধে গত কয়েক মাস আগে ভাঙ্গন দেখা দেয়। বাঁধ মেরামতে পাউরো’র কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ না নেয়ায় স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোন রকমে মেরামত করলেও ঝুকিপূর্ণ থেকে যায় ভাঙ্গন এলাকার কয়েকশফুট বাঁধ। এদিকে অমাবশ্যার প্রভাবে বৃহস্পতিবার ভদ্রা নদীর প্রবল জোয়ারের স্রোতে ঝুকিপূর্ণ বাঁধে বেশ কিছুটা অংশ ধ্বসে পড়লে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের তত্বাবধায়নে এলাকাবাসী ভাঙ্গন কবলিত বাঁধটি প্রাথমিক মেরামত করে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পীযুষ কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীকে আশস্ত করেন। এলাকাবাসীর দাবী শুধু আশস্তই নয়, মেরামতে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাঁধটি সম্পূর্ণ ভেঙ্গে গেলে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন