রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় শফিক ডাকাতসহ দু’জন আটক! অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দু’ডাকাতকে আটোক করার পর, ডাকাত শফিকের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে থানা পুলিশ কৃষ্ণনগর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলার পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ডাকাতি শেষে ফেরার পথে কাটাখালী খেয়াঘাট থেকে পাইকগাছা থানা পুলিশ উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইন্তাজ গাজীর পুত্র বহুল আলোচিত ডাকাত শফিকুল ইসলাম গাজী (৩৬) ওরফে শফিক ডাকাত ও তাহার সহযোগী একই এলাকার আলতাফ ওরফে আলতু (৩০) কে আটক করে। পরে শফিক ডাকাত এর স্বীকারোক্তি মোতাবেক রোববার সকালে ওসি এম মসিউর রহমানের নেতৃত্বে এস,আই জালাল, এস,আই সিরাজুল ও এ এস,আই মফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান জালিয়ে শফিকের বাড়ী থেকে একটি বিদেশী রিভলবার, একটি শার্টার গান, একটি দা, একটি চাকু ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক শফিক প্রথম দিকে চুরি পেশার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে সে একজন দুর্ধর্ষ ডাকাত। তার স্বীকারোক্তি মোতাবেক এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন