শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় উপজেলা নির্বাচনে সিপিবি’র প্রার্থী চূড়ান্ত

চেয়ারম্যান কৃষ্ণপদ, ভাইস চেয়ারম্যান মহিম
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি)। শনিবার সংগঠনের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক সুভাষ সানা মহিমকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। শনিবার সকালে আইনজীবী সমিতি ভবনে উপজেলা সিপিবি’র সভাপতি শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক কমরেড এসএ রশিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড এ্যাড. রুহুল আমিন, উপজেলা সাধরণ সম্পাদক সুভাষ সানা মহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সিপিবি নেতা এ্যাড. প্রশান্ত মন্ডল, ইউপি সদস্য আফজাল হোসেন, রামপ্রসাদ সাধু, বিপ্লব মন্ডল, পলাশ দাশ, আব্দুল খালেক, শিশির সরকার, দীপক মন্ডল, জাকির হোসেন, মোক্তার হোসেন, আকবার ঢালী, ছাত্রনেতা আজিজুল ইসলাম ও প্রদীপ মন্ডল। উল্লেখ্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে বৈঠক চলছিল বলে জানাগেছে।
                                             পাইকগাছায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ডাঃ মজিদের দিনভর গণসংযোগ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনভর গনসংযোগ করেছেন ১৮ দলীয় জোটের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ। তিনি শনিবার সকালে পৌরসভা, গদাইপুর ইউনিয়ন এবং পরে কপিলমুনি, হরিঢালী ও চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন। উল্লেখ্য তিনি বিগত ২০০৯ সালের নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন