দলীয় হাইকমান্ডের ইশারার অপেক্ষায় ১৮ দলীয় জোট
নিউজ অফ পাইকগাছা ॥
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, উপজেলা জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করলেও দলীয় হাইকমান্ডের ইশারার অপোয় প্রচার প্রচারণায় নেই ১৮ দলীয় জোটের কোন প্রার্থী। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। সুত্রমতে-জেলার সুন্দরবন সংলগ্ন হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা করেছে। ১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপো করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন। অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে তিনি জানিয়েছেন। বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন উপজেলা জাপা ও পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন। বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ (এলএলবি)। এছাড়াও গড়ইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে। তেমন কোন প্রচার প্রচারণা না করলেও জোটগত সিদ্ধান্ত হলে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাড. স.ম বাবর আলী।
নিউজ অফ পাইকগাছা ॥
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার পাইকগাছায় প্রচার প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, উপজেলা জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণার অংশহিসাবে আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করলেও দলীয় হাইকমান্ডের ইশারার অপোয় প্রচার প্রচারণায় নেই ১৮ দলীয় জোটের কোন প্রার্থী। সবমিলিয়েই প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। সুত্রমতে-জেলার সুন্দরবন সংলগ্ন হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালীসহ ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত পাইকগাছা উপজেলা। ইতোমধ্যে নির্বাচন কমিশন দেশের ১০২ টি উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষনা করেছে। ১ম দফার নির্বাচনে এ উপজেলা অর্ন্তভূক্ত না হলেও ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে সম্ভাব্য প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই প্রচন্ড শীত উপো করে সকাল থেকেই দিনভোর গনসংযোগ করে চলেছেন। অপরদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের উৎসব পুষিয়ে নিতে খুশির আমেজ বিরাজ করছে উৎসব বঞ্চিত প্রায় ২ লাখ ভোটারের মধ্যে। এবারের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোঃ রশীদুজ্জামান ২০০৯ সালের অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা চেয়রম্যান নির্বাচিত হন। এবারের নির্বাচনেও প্রতিদ্বন্ধিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে তিনি জানিয়েছেন। বিগত নির্বাচনে ২৫ হাজার ভোট পেয়ে পরাজিত হন উপজেলা জাপা ও পাইকাগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। ইতোমধ্যে তিনি পৌরসভা, গদাইপুর, হরিঢালী, কপিলমুনিসহ কয়েকটি ইউনিয়নে গনসংযোগ করেছেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন। বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেও এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিউজ অফ পাইকগাছাকে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। নতুন মুখ ও তরুন প্রার্থী হিসাবে ব্যাপক উৎসাব উদ্দীপনার মধ্যে দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ (এলএলবি)। এছাড়াও গড়ইখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধনও নির্বাচন করতে পারেন বলে অপর একটি সুত্র জানিয়েছে। তেমন কোন প্রচার প্রচারণা না করলেও জোটগত সিদ্ধান্ত হলে নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাড. স.ম বাবর আলী।
পাইকগাছায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন। গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালত এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কবির উদ্দিন এ সাজা প্রদান করেন। গত শনিবার কপিলমুনি ফাঁড়ির পুলিশ মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২ পোটলা গাঁজাসহ নাছিরপুর গ্রামের আব্দুল্লাহ মোড়লের পুত্র মোহাম্মদ শাহীনুর রহমান (২৬) কে আটক করলে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আগামী ১ ফেরুয়ারী পানি মেলার মধ্য দিয়ে পানি সরবরাহ আনুষ্ঠানিক শুরু হবে- মেয়র সেলিম জাহাঙ্গীর
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান। উল্লেখ্য পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে দেড়কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ। প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে দেড়হাজার পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে আগামী ১ ফেব্র“য়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকর্ল্পে আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে তিনি জানান।
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছার পৌরবাসীকে সুপেয় পানি পান করালেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি সোমবার সকালে পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের পানি নিয়ে আব্দুল হামিদের ভিআইপি টিস্টলে উপস্থিত পৌরবাসীকে পান করান। উল্লেখ্য পৌরসভার ৩নং ওয়ার্ডের সরল দীঘির পাড়ে দেড়কোটি টাকা ব্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে পৌরসভা, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ও নবলোক পরিষদ। প্রকল্পের আওতায় পৌর এলাকার প্রায় ১০ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন শেষে দেড়হাজার পৌরবাসীর মধ্যে প্রতিদিন ২ লাখ লিটার পানি সরবরাহ করার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। প্রকল্পের কাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে আগামী ১ ফেব্র“য়ারী পানি মেলার আয়োজন করার মধ্যে দিয়ে পানি সরবরাহ প্রকর্ল্পে আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে বলে তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন