শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল্েয উপজেলা আ’লীগের আলোচনা সভা

নিউজ অফ পাইকগাছা ॥
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল্েয গতকাল শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা পুর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কার্যে মাল্যদান করেন নেতৃবৃন্দ। সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, সহ-সভাপতি রতন কুমার ভদ্র, প্রচার সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সহ-দপ্তর সম্পাদক পবিত্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, মুক্তিযোদ্ধা স ম আব্দুল বারেক, আ’লীগ নেতা প্রভাষক আঃ রাজ্জাক বুলি, উপজেলা কৃষকলীগের আহবায়ক এড. শেখ আঃ রশিদ, যুগ্ম আহবায়ক প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, প্রভাষক আঃ রাজ্জাক, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অখিল মন্ডল, জগদিশ রায়, শফিকুল ইসলাম, সুজন বৈরাগী, বাশারুল ইসলাম বাচ্চু, ছাত্রলীগ সাধারন সম্পাদক এস এম আমিনুর রহমান লিটু, শ্রমিকলীগের মকবুল হোসেন কাগুজি, মোঃ আসাদ, শেখ শাহাজান আলী, ছাত্রনেতা বিপ্লব ঘোষ, ইমরান, জয়, রোহিত, অসিত, চয়ন, হাবিবুর, মামুন, কৌশিক, রবি শংকর, শেখ তুহিন ও তরিকুল।

                                                 পাইকগাছায় দু’ডাক্তারকে বেঁধে রেখে মটরসাইকেল ছিনতাই

নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দু’ডাক্তার ও চালককে বেঁধে রেখে মটরসাইকেল, নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের মাঠামের গেট নামক স্থানে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার রাত ১১টার দিকে ডাঃ বিপিন বিহারী সরকার ও ডাঃ ওমর ফারুক উপজেলা সদরের সরলস্থ শাপলা কিনিকে দায়িত্বপালন শেষে মটরসাইকেলযোগে সাতীরায় যাওয়ার সময় পাইকগাছা কয়রা সড়কের কাটাখালী বাজার ও শিববাটী ব্রীজের মধ্যবর্তী স্থান মাঠামের গেট নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৮/১০ সশস্ত্র ছিনতাইকারী রশি দিয়ে গতিরোধ করে দু’ডাক্তার ও মটরসাইকেল চালক মতিয়ার রহমানকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবহৃত সাতীরা-হ-১২-২১০২ নং বাজাজ সিটি ১০০ মটরসাইকেল, কাছে থাকা নগদ ২১ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয় বলে কিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ তাপস মিস্ত্রী জানান। এ ঘটনায় শুক্রবার সকালে চালক মতিয়ার রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। এ ব্যাপারে বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এম. মসিউর রহমান জানান।
                                                  পাইকগাছায় স্থানীয়রা ১৫০ বিঘার চিংড়ি ঘেরের দখল বুঝে নিয়েছে 
নিউজ অফ পাইকগাছা ॥
অবশেষে খুলনার পাইকগাছায় প্রভাবশালীর নিয়ন্ত্রণে থাকা ১৫০ বিঘার চিংড়ি ঘেরের দখল বুঝে নিয়েছে স্থানীয়রা। গত দু’দিনে স্থানীয় জমির মালিকরা বাঁধ দেয়ার মাধ্যমে ঘেরের নিয়ন্ত্রণ বুঝে নিলেও প্রতিপরা যেকোন মুহুর্তে পাল্টা দখল করে নিতে পারেন এমন আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করেছে ভূক্তভোগীরা। প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের পানা মৌজায় সাড়ে ৪শ বিঘা চিংড়ি ঘেরের মধ্যে থেকে গত ২৯/১০/১৩ তারিখে ৩২০৯ রেজিষ্ট্রি দলিল মুলে পানা গ্রামের মধুসুদন মন্ডলের পুত্র রবীন্দ্রনাথ মন্ডল, ঠাকুর দাসের পুত্র ধীরাজ হালদার ও মৃত হরিশ্চন্দ্র হালদারের পুত্র বিকাশ হালদার নিজদের পৈত্রিক সম্পত্তিসহ অন্যান্য জমির মালিকদের নিকট থেকে দেড়শ বিঘা সম্পত্তি সমবায়ভিত্তিক চিংড়ি চাষের জন্য ২০১৪ সালের ১ জানুয়ারী হতে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ৫ বছর মেয়াদী চুক্তি সম্পাদন করে। এর আগে জমির মালিকগণ ২০০৯ সাল হতে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর সলুয়া গ্রামের মৃত আলহাজ্ব আব্দুল জব্বার সরদারের পুত্র এস,এম, রফিকুল ইসলামকে সাড়ে ৪শ বিঘা সম্পত্তি ৫ বছর মেয়াদী লীজ দেন। সমবায়ভিত্তিক চুক্তিকৃত দেড়শ বিঘা সম্পত্তিতে জোরপূর্বক লবণ পানি প্রবেশ করাতে পারে এমন আশঙ্কায় গত ১৭ ডিসেম্বর বিকাশ হালদার বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।  এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লতা ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। উভয়পরে শুনানীঅন্তে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ১ জানুয়ারী হতে চুক্তি মোতাবেক প্রাপ্ত সম্পত্তির উপর লীজ ঘের করার জন্য দু’পকে নির্দেশ দেন। নির্দেশনার পর সর্বশেষ গত দু’দিনে বিকাশ গংরা প্রভাবশালীর নিয়ন্ত্রণে থাকা ১৫০ বিঘা সম্পত্তিতে বাঁধ দিয়ে শান্তিপূর্ণভাবে দখল বুঝে নিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ঘের মালিক রফিকুল ইসলাম অভিযোগ করলে বৃহস্পতিবার থানায় দু’পরে উপস্থিতিতে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। বিরোধপূর্ণ এ চিংড়ি ঘেরের বিরাজমান বিরোধকে কেন্দ্র করে ইতোপূর্বে দু’প আদালত, উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের স্মরণাপন্ন হয়। 

সম্পাদনায় 
এডিটর
নিউজ অফ পাইকগাছা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন