শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪

মহা নায়িকার মৃত্যুতে নিউজ অফ পাইকগাছার গভীর শোক

নিউজ অফ পাইকগাছা ॥ 
 নিউজ অফ পাইকগাছা মহানায়িকা সুচিত্রা সেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। মহানায়িকার মৃত্যু ভারতবর্ষ ও বিশ্ব স্বশ্রদ্ধে স্মরণ করবে আজীবন।
নিউজ অফ পাইকগাছা পাঠক, পাঠিকাদের জন্য সংক্ষিপ্ত বর্ননা-
শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে ভোররাতে তার ম্যাসিভ হার্ট-এ্যাটাক হয়। মূলত গত ২৪ শে ডিসেম্বর থেকে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্বাস্থ্যের অবনতি হওয়ায় এই অভিনেত্রীকে নিবিড় পর্যবেণ কেন্দ্রে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার কথাও ভাবছিলেন। ১৯৫৩ সালে সাত নম্বর কয়েদী চলচ্চিত্রের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মোট ৬২ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দ্বীপ জেলে যাই, সবার ওপরে, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ইত্যাদি। ১৯৭৮ সালে আকস্মিকভাবেই অভিনয় জীবনের ইতি টেনে লোকচুর অন্তরালে চলে যান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন