বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

পাইকগাছা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

গফুর, মিজান সভাপতি, রিন্টু সেক্রেটারী 
নিউজ অফ পাইকগাছা ॥
পাইকগাছা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল প্রেসক্লাব ভবনে সকাল ১০টা থেকে বিরতীহিনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে গফুর, মিজান যৌথ সভাপতি ও হাফিজুর রহমান রিন্টু সেক্রেটারী নির্বাচিত হয়েছে। সভাপতি পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় যৌথভাবে নির্বাচিদের লটারীর মাধ্যমে ৬ মাস করে অদ্য পদে দায়িত্বভার গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাকী সকল পদে অন্য কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বান্ধীতায় নির্বাচিত হয়েছে সহ-সভাপতি ২ টি পদে বিভাসিন্দু সরকার ও এস এম বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক পদে তৃপ্তি রঞ্জন সেন, কোষাধ্য পদে এমদাদুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে প্রমথ রঞ্জন সানা, দপ্তর সম্পাদক পদে স্নেহেন্দু বিকাশ, নির্বাহী সদস্য ৩টি পদের বিপরীতে দু’জন মনোনয়ন পত্র জমা দানকারী হলেন এম মোসলেম উদ্দীন আহমেদ ও মিজানুর রহমান মন্টু। সমাজ কল্যাণ সম্পাদক পদে ও নির্বাহী সদস্যের ১টি পদে কেহ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। এদিকে সভাপতি পদে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন জি এম মিজানুর রহমান মিজান ও জি এ গফুর এবং সাধারন সম্পাদক পদের প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন আব্দুল মজিদ ও হাফিজুর রহমান রিন্টু। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সহকারী হিসেবে আছেন সাবেক সভাপতি গাজী সালাম।


                                          পাইকগাছায় নাশকতার আশংকায় বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন আটক
নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় মঙ্গলবার বিকালে বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। থানাপুলিশ সুত্রে জানাগেছে, নাশকতার আশংকায় থানার এসআই হারুন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করে। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।
                                            পাইকগাছায় সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নীকে বিদায়ী সংবর্ধনা
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে বিদায়ী সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বিদায়ী সিনিয়র সহকারী জজ ইশরাত জাহান মুন্নী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি এ্যাড. জিএ সবুর, এ্যাড. লোকমান হোসেন, টিএম মহিউদ্দিন, বিলাস রায়, আব্দুস সাত্তার মালী, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, শফিকুল ইসলাম কচি, আবুল কালাম আজাদ, জিএম আমজাদ হোসেন ও এফএমএ রাজ্জাক।
                                    

পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ ও আ’লীগের পৃথক কর্মসূচী পালন
নিউজ অফ পাইকগাছা ॥
সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসানায়, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা আ’লীগের উদ্যোগে পৃথক কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালো পতাকা মিছিল শেষে পোষ্ট অফিস  চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-রতন কুমার ভদ্র, আনন্দ মোহন বিশ্ব্সা, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, মনোহর চন্দ্র সানা, রমেন্দ্র নাথ সরকার, গৌরাঙ্গ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, কৌস্তভ রঞ্জন সেন, সুকুমার ঢালী, সাবেক ছাত্রনেতা দীপংকর মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত কুমার রায় দেবু, চিত্ত রঞ্জন, বিজন বিহারী মন্ডল। অপরদিকে একইদাবীতে শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, যুবলীগ নেতা এসএম শামসুর রহমান, শেখ মাসুদুর রহমান, কৃষকলীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, সুকুমার ঢালী, ছাত্রলীগ নেতা এসএম আমিনুর রহমান লিটু, শফিকুল ইসলাম।
                                                         পাইকগাছায় বিদেশী মদসহ দু’মাদক ব্যবসায়ী আটক
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশি মদ, ফেনসিডিল ও চোলাই মদসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার সদর দণি সার্কেল মোজাম্মেল হকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পৌর সদরের শিববাটী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে ৮ বোতল বিদেশি মদ, ১১ বোতল ফেনসিডিল ও উপজেলার দণি কাটিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র আক্কাজ আলী মোড়লকে ৫১০ লিটার চোলাই মদসহ আটক করে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন