বুধবার, ১ জানুয়ারী, ২০১৪

নিউজ অফ পাইকগাছা’র সেলিব্রেশন ডে উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা

নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ অফ পাইকগাছার উদ্যোগে সেলিব্রেশন ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদনি শেষে পৌর বাজার জিরো পয়েন্টে  নিউজ অফ পাইকগাছার প্রতিষ্ঠাতা সাংবাদিক এন ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-নাগরিক কমিটির সভাপতি ও সাপ্তাহিক সুন্দরবন বার্তার সম্পাদক মোস্তফা কামাল জাহাঙ্গীর, আ’লীগ নেতা গাজী বেলাল, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক বি.সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, যুবলীগ নেতা জগদীশ রায়, কাজী জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা দিপংকর মন্ডল, আশরাফুল ইসলাম রাবু, রাব্বু ইসলাম দিপু, তন্ময় রায়, সৌমেন বিশ্বাস, রানা বাদশা বাদশা, ফয়সাল কবির, অয়িম কিশোর মন্ডল, পলাশ কর্মকার, দ্বীপ জ্যোতি সরকার, হরিদাশ রায়, জিএম বাবলা, রাকিব রায়হান রিন্টু, মোঃ নিলয় খান, গাজী আসিফ, আব্দুস সালাম, মীর সুমন, বাবলু সরকার, অতিশ কুমার সরকার, চিন্ময়, জুয়েল ও আনন্দ। সভায় বক্তারা বর্তমান সময়ে অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ অফ পাইকগাছার অনুপ্রবেশ ডিজিটাইজের েেত্র আরো একধাপ এগিয়ে গেল গুরুত্বপূর্ণ এ উপজেলা বলে অভিমত ব্যক্ত করেন। সভায় সকলেই নিউজ অফ পাইকগাছা’র উত্তরাত্তর সাফল্য কামনা করেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

                                        পাইকগাছায় আইনজীবী সমিতির মিট টু গেদার অনুষ্ঠিত                                                 
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে মিট টু গেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নি, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক জিএম আক্কাছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন-এ্যাড. মোঃ মহীউদ্দিন, শেখ লোকমান হোসেন, জিএম আব্দুল হামিদ, বিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন মন্ডল, আব্দুস সাত্তার মালী, সমির কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, অরুন কুমার মন্ডল, আব্দুল মজিদ গাজী, অজিত কুমার মন্ডল, দিপংকর কুমার সাহা, মোজাফফার হাসান, শফিকুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, বারিকুল ইসলাম, শেখ তৈয়েব হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল উদ্দিন। এর আগে সিনিয়র সহকারী জজ আদালতে সদ্য প্রয়াত এ্যাড. সন্তোষ কুমার মন্ডল স্মরনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ।

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতির উদ্ভোধন
নিউজ অফ পাইকগাছা ॥
 খুলনার পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে কপোতা মার্কেট কার্যালয়ে সমিতির সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার এএফএম সেলিম আখতার, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক বুলবুল আহম্মেদ, মোঃ হাসিবুল্লাহ, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ, বক্তব্য রাখেন-কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, রবিউল ইসলাম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাস, জিএম বাবলা, জনি, রেজা, সালাম, জাকির, মিজানুর রহমান, চিন্ময়, জুয়েল ও আনন্দ। 
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
খুলনার পাইকাগাছায় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে থার্টি ফাস্ট নাইট উদযাপিত হয়েছে। এ উপল্েয মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ও পুলিশ প্রশাসনের উদ্যোগে থানা চত্ত্বরে পৃথক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও যুব ও তরুনদের উদ্যোগে পাইকগাছা কলেজ ও সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে, আদর্শ শিশু বিদ্যালয় কিন্ডার গার্টেন চত্ত্বর, সরল কালিবাড়ি চত্ত্বর, পৌর বাজার চত্ত্বর ও সরল দীঘির পাড়সহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নতুন বছরের প্রথম প্রহরে নৈশ ভোজের আয়োজন করা হয়। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ওসি এম মসিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক আবু সাবাহ, প্রভাষক পিন্টুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
                                                         পাইকগাছায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপা নেতা সামসুল হুদা খোকন, এ্যাড, বিলাস রায়, গাজী শহীদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, কৃষ্ণ রায়, শেখ মাসুদুর রহমান, ছাত্রনেতা তন্ময় রায়, রাব্বু ইসলাম দিপু, ডাবলু হোসেন, খাইরূল ইসলাম, জিএম বাবলা, এফ আর জিতু ও ডাঃ ওলিউল্লাহ।
                                                           পাইকগাছায় ঢিলেঢালা অবরোধ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ১ম দিনের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। অবরোধ সমর্থনে বুধবার সকালে ছাত্রদলের নেতৃবৃন্দ পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্ঠা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ অপসারণ করে দেয়। দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।

সম্পাদনায় 
এডিটর 
নিউজ অফ পাইকগাছা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন