বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র  সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, ইমাম পরিষদ নেতা মাওঃ রইসুল ইসলাম, মোঃ দাউদ শরীফ ও ব্যাংক কর্মকর্তা এসএম পারভেজ। সভায় ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেটে পকেটমার রোধে নারী পুলিশ মোতায়েন, পশু হাঁটে জাল নোট সনাক্ত মেশিন স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠন, নির্দিষ্টস্থানে বর্জ্য অপসারণ, পশু জবাইয়ের ক্ষেত্রে শিশুদের ব্যবহার না করা ও জঙ্গিবাদ বিরোধী খুৎবা পাঠের সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন