পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রমিলা বর্মন (৩৫) নামে এক গৃহবধু আহত হয়েছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ কুমখালী গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য রমেন বর্মন জানান, দক্ষিণ কুমখালী মৌজায় অমল বর্মনের ভোগদখলে থাকা জমিতে গড়ইখালী গ্রামের শাহাদাৎ গাজী ও তার ছেলে শাহানাজ জোরপূর্বক ঘেরাবেড়া দিতে থাকে। এ সময় জবরদখল কাজে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা অমলের স্ত্রী প্রমিলাকে বেদম মারপিট করে আহত করে। পরে তাকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রমিলার পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন