বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় ২৫৭ জন ভিক্ষুক

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছা উপজেলা ভিক্ষুক মুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুন:বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুলনা জেলা ভিক্ষুক মুক্ত করার অংশ হিসাবে গত ইং ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক স্বাক্ষরিত জেলা প্রশাসক বরাবর প্রেরিত চুড়ান্ত তালিকায় একটি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ২৫৭ জন ভিক্ষুকের তালিকা চুড়ান্ত করা হয়। যার মধ্যে হরিঢালী ইউনিয়নে ৪১, কপিলমুনি ৩৯, লতা ০২, দেলুটী ১৯, সোলাদানা ১০, লস্কর ১৭, গদাইপুর ২৭, রাড়–লী ৩১, চাঁদখালী ২২, গড়ইখালী ২৫ ও পৌরসভায় ২৪ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন