পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিমা ঢালী (২২) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী স্বামী মহিতোষ প্রতিমাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে গাঁ ঢাকা দিয়েছে। প্রতিমা দেলুটি ইউপি’র দারুণমল্লিক গ্রামের প্রকাশ ঢালীর মেয়ে। বুধবার রাত ৮টার দিকে পুলিশ পিতৃলয়ের বসতবাড়ী থেকে প্রতিমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিমার পরিবার জানিয়েছে, গত ৬ মাস আগে প্রেমজ সম্পর্কের সূত্রধরে উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখী গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে মহিতোষ মন্ডলের সাথে প্রতিমার বিয়ে হয়। ঘটনারদিন সন্ধ্যার দিকে মা উষারানী ঢালী তালাবদ্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রতিমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানার এসআই গৌতম মন্ডল জানান, মৃতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরোতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন।
পাইকগাছায় প্রতিমা ঢালী (২২) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী স্বামী মহিতোষ প্রতিমাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে গাঁ ঢাকা দিয়েছে। প্রতিমা দেলুটি ইউপি’র দারুণমল্লিক গ্রামের প্রকাশ ঢালীর মেয়ে। বুধবার রাত ৮টার দিকে পুলিশ পিতৃলয়ের বসতবাড়ী থেকে প্রতিমার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
প্রতিমার পরিবার জানিয়েছে, গত ৬ মাস আগে প্রেমজ সম্পর্কের সূত্রধরে উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখী গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে মহিতোষ মন্ডলের সাথে প্রতিমার বিয়ে হয়। ঘটনারদিন সন্ধ্যার দিকে মা উষারানী ঢালী তালাবদ্ধ ঘরে ঝুলন্ত অবস্থায় প্রতিমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে থানার এসআই গৌতম মন্ডল জানান, মৃতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরোতহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন