সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছার প্রাক্তন প্রধান শিক্ষক জামশেদ আর নেই; বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক ॥
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মাদ জামশেদ আলী (৭০) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত ৩টায় ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, মফস্বল সাংবাদিক ফোরাম ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে জানাযা শেষে ধামরাইলস্থ পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে ছেলে গোলাম রব্বানী রাজা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন