বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা কলেজের অনার্স শেষ বর্ষে পাশের হার ৯৪.৩০%

ক্যাম্পাস প্রতিনিধি ॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) ২০১৪ সালের শেষ বর্ষের ফলাফলে পাইকগাছা কলেজে ৩টি বিষয়ে মোট ৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৯৪ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৯৪.৩০%। প্রথম বিভাগে ২৮ জন শিক্ষার্থী এবং ২য় বিভাগে ৬৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাইকগাছা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল জানান-পাইকগাছা কলেজে ২০১৪ সালের ¯œাতক (সম্মান) শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৩৯ শিক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে ১৫, দ্বিতীয় বিভাগে ২৩ এবং তৃতীয় বিভাগে ০১ জন, বাংলা বিভাগের ৩০ শিক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে ০৬, দ্বিতীয় বিভাগে ২৪, এবং ব্যবস্থাপনা বিভাগে ৩০ শিক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে ০৭, দ্বিতীয় বিভাগে ১৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। কলেজের ফলাফল সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকসহ বিভিণœ শ্রেণীপেশার মানুষ কলেজ কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন