পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সেবামূলক কাজের দৃষ্টারু স্থাপন করেছেন উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ সরদার। আবু হানিফ পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী গ্রামের মৃত তাজেল সরদারের ছেলে। তিনি ১৯৯১ সালে প্রশিক্ষণ শেষে গদাইপুর ইউনিয়ন আনসার কমান্ডার হিসাবে বাংলাদেশ আনসার ও ভিডিপি’তে যোগদান করেন। ১৯৯৭ সাল থেকে তিনি পৌর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছর থেকে তিনি উপজেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, বৃক্ষরোপন কর্মসূচি ও এলাকার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনাম অর্জন করেন। গত কয়েকদিনে তিনি পৌর এলাকায় বেশকিছু সামাজিক ও সেবামূলক কাজ করে এলাকাবাসীর দৃষ্টি কেড়েছেন। যার মধ্যে শহর রক্ষা বাঁধ মেরামত ও ¯প্রীডব্রেকারে রং দেওয়া অন্যতম।
উল্লেখ্য পৌর এলাকার বিভিন্ন সড়কে রয়েছে অসংখ্য ¯প্রীডব্রেকার। ¯প্রীডব্রেকার গুলোতে রং দেওয়া না থাকায় প্রতি নিয়ত ঘটছিল দূর্ঘটনা। গত কয়েকদিনে আবু হানিফের নেতৃত্বে আনসার সদস্যরা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, আদালত এলাকা, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, শিবসা ব্রিজ সংলগ্ন, সরল কালিবাড়ী ও বাসস্টান্ড সংলগ্ন প্রধান সড়কে ¯প্রীডব্রেকার গুলোতে রং দিয়ে চিহ্নিত করেন। সেবামূলক এ কাজে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, ভিডিপি দলনেতা বজলুর রহমান, পৌর কমান্ডার মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড দলপতি লিটন গাজী, সোহাগ হোসেন, সাইমুন মীর ও বাবুল আক্তার।
পাইকগাছায় সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সেবামূলক কাজের দৃষ্টারু স্থাপন করেছেন উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ সরদার। আবু হানিফ পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী গ্রামের মৃত তাজেল সরদারের ছেলে। তিনি ১৯৯১ সালে প্রশিক্ষণ শেষে গদাইপুর ইউনিয়ন আনসার কমান্ডার হিসাবে বাংলাদেশ আনসার ও ভিডিপি’তে যোগদান করেন। ১৯৯৭ সাল থেকে তিনি পৌর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছর থেকে তিনি উপজেলা কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, বৃক্ষরোপন কর্মসূচি ও এলাকার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনাম অর্জন করেন। গত কয়েকদিনে তিনি পৌর এলাকায় বেশকিছু সামাজিক ও সেবামূলক কাজ করে এলাকাবাসীর দৃষ্টি কেড়েছেন। যার মধ্যে শহর রক্ষা বাঁধ মেরামত ও ¯প্রীডব্রেকারে রং দেওয়া অন্যতম।
উল্লেখ্য পৌর এলাকার বিভিন্ন সড়কে রয়েছে অসংখ্য ¯প্রীডব্রেকার। ¯প্রীডব্রেকার গুলোতে রং দেওয়া না থাকায় প্রতি নিয়ত ঘটছিল দূর্ঘটনা। গত কয়েকদিনে আবু হানিফের নেতৃত্বে আনসার সদস্যরা পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, আদালত এলাকা, বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, শিবসা ব্রিজ সংলগ্ন, সরল কালিবাড়ী ও বাসস্টান্ড সংলগ্ন প্রধান সড়কে ¯প্রীডব্রেকার গুলোতে রং দিয়ে চিহ্নিত করেন। সেবামূলক এ কাজে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, ভিডিপি দলনেতা বজলুর রহমান, পৌর কমান্ডার মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড দলপতি লিটন গাজী, সোহাগ হোসেন, সাইমুন মীর ও বাবুল আক্তার।
চুন দিয়ে কি স্পিট ব্রেকারের রং হয় । বরং টাকাগুলো কোন গরীবকে দিলে এক মুটো খেতে পারতে । এই নিউজ করার সময় পর্যন্তও চুন রাস্তায় ছিল না । যে সব সেবামুলক কাজে এক বেলা টেকে না তা সেবা বলে চালিয়ে দেওয়া এবং তা আবার ফলাও করে নিউজ করাটা হাস্যকর নাকি রসিকতা । এই জাতীয় ফালতু নিউজ করে বোকা না বানানোর জন্য নিউজ অফ পাইকগাছার দৃষ্টি আকর্ষন করছি
উত্তরমুছুন