শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় বহিস্কৃত নেতাকর্মীদের বহিস্কারাদেশ প্রত্যাহারের ঘোষনায় সভানেত্রীকে অভিনন্দন

বিশেষ প্রতিনিধি॥
বহিস্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেবার ঘোষনায় আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের হাইকমান্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জাানিয়ে পাইকগাছার লস্কর ও বিভিন্নস্থানে সভা ও মিষ্টি বিতরণ হয়েছে। দলের এ সিদ্ধান্তের ফলে তৃনমূলে আওয়ামী রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
    সুত্রমতে-গত ইউপি নির্বাচনের সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউপিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বা দলীয় প্রার্থীর বাহিরে অন্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে প্রচার প্রচারণার অভিযোগে এ ধরনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিস্কার করা হয়। এ নিয়ে দলের ভিতরে ও বাহিরে দু’ধরনের জনমত দেখা দেয়। সর্বশেষ বহিস্কারাদেশ প্রত্যাহারে দলীয় সভানেত্রীর এ পদক্ষেপকে বহিস্কৃত ও তাদের অনুসারী নেতা কর্মীরা উজ্জিবিত হয়েছে। শনিবার সকালে উপজেলার লস্করের মিনহাজ বাজারে বুলু আজিজুলের নেতৃত্বে বাইনতলা বাজারের দলীয় কার্যালয়ে ও আঃ হাই এর নেতৃত্বে আলমতলা মোড়ে পৃথকভাবে মতবিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য ইউপি গত নির্বাচনে লস্করের দলীয় প্রার্থীর বিপরীতে নির্বাচনী কর্মকান্ডের অভিযোগে বুলু, আব্দুল হাই, আজিজুল ইসলাম, গোষ্ট বিহারী, বলাই হালদার, লিয়াকত, বাচ্চু সরদার, আমির ঢালী ও মনিরুল ইসলাম বহিস্কৃত হয়। এদিকে সভানেত্রীর এ ঘোষনায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেলুটির ইউপি নির্বাচনে বহিস্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা দিজেন্দ্রনাথ মন্ডলসহ তার অনুসারী নেতা কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন