পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ স্থাপনা। শুক্রবার সকালে পরিষদের বিভিন্ন পয়েন্টে বসানো হয় ১৬টি ক্যামেরা। উল্লেখ্য, দেশের প্রেক্ষাপট অনুযায়ী এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে উদ্যোগ নেয়া হয় সিসি ক্যামেরা বসানোর। ইউএনও নাহিদ-উল-মোস্তাক জানান, সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে শুক্রবার প্রাথমিক ভাবে উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ স্থানে ১৬টি ক্যামেরা বসানো হয়। উপজেলা পরিষদের পাশাপাশি এ কর্মসূচির আওতায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে আগামী ১ মাসের মধ্যে অর্ধশতকেরও বেশী সিসি ক্যামেরা বসানো হবে বলে তিনি জানান। একই সময়ের মধ্যে পৌরসভার নিজস্ব উদ্যোগে পৌর ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ সিসি ক্যামেরার আওতায় আনার কথা জানান পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। শুক্রবার সকালে ক্যামেরা স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন