রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছা ভাঙ্গন কবলিত কপোতাক্ষ নদে জেলা পরিষদের দু’লক্ষ টাকা আর্থিক অনুদান ঘোষনা

বিশেষ প্রতিনিধি॥
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ দু’লক্ষ টাকার আর্থিক ঘোষনা দিয়েছেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তিনি সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের ঠেলাঠেলি বন্ধ করে ভাঙ্গনরোধে আগড়ঘাটা বাজার, খুলনা-পাইকগাছা সড়ক, ফসলি জমি, ও এলাকার মানুষকে রক্ষার জন্যে যৌথ প্রকল্প গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে আগড়ঘাটা বাজারের বিনোদ বিহারী স্পোটিং ক্লাবের সভাপতি নূরুজ্জামান হাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সভায় বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, পাউবো শাখা প্রকৌশলী শহীদুল্লাহ মজুমদার। সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, পৌর আ’লীগ নেতা কামরুল হাসান টিপু, জেলা যুবলীগ নেতা জামিল খান, উপজেলা যুবলীগ সভাপতি এসএম শামছুর রহমান, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ইউপি সদস্য এজাহার আলী, আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক সরকার, রবিউল ইসলাম, মাসুমা বেগম, ওহেদুজ্জামান মোড়ল, ফারুক হোসেন প্রমুখ। এর আগে প্রধান অতিথি স্থানীয় শামসুন্নাহার বালিকা বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ফলক উন্মোচন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন