বিশেষপ্রতিনিধি ॥
সরকারের পূর্ব নির্ধারিত শনিবারের কর্ম দিবসে খুলনার পাইকগাছায় ইউএনও, সহকারী কমিশনার(ভূমি)’র দপ্তর খোলা থাকলেও বিভাাগীয় অন্য সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দপ্তরে তালা ঝোলানো ছিলো। ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) জেলা মিটিং যোগ দেওয়ায় অধিকাংশ সরকারি কর্মকর্তাদের সরকারের এ নির্দেশনায় সাড়া মেলেনি। দূর দূরান্ত থেকে আসা ভূক্তভোগীরা কাঙ্খিত সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের অফিস পাড়ায় সাংবাদিকদের উপস্থিতি দেখে হুলস্থুল পড়ে যায়। জানাগেছে-পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধার্থে ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৫সেপ্টেম্বর ছুটি ঘোষনা করে ২৪ সেপ্টেম্বর শনিবার কর্মদিবসের দিন ঘোষনা দিলে লম্বা ছুটির কবলে পড়ে দেশ। সে অনুযায়ী গতকাল শনিবার ছিল কর্মদিবসের দিন। পাইকগাছায় উপজেলা পরিষদের উপর-নিচে ও আশ পাশের বিভিন্ন বিভাগীয় দপ্তর খোলা থাকলেও অধিকাংশ প্রথম শ্রেণীর কর্মকর্তারা অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এ সমস্ত দপ্তরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিকট জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে কেউ কেউ বলেন স্যার ফিল্ডে রয়েছে এবং জেলা মিটিংয়ে রয়েছেন। আবার কেউ কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ের জানার চেষ্ঠা করা হলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-ঊল-মোস্তাক জেলা মিটিংএ ব্যস্ত থাকায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হক বলেন যেহেতু আমরা জেলা মিটিংএ ব্যস্ত রয়েছি সেহেতু কোন কোন দপ্তরের কর্মকর্তারা অনুপস্থিতি রয়েছে তা এ মুহুর্তে বলতে পারছি না। ফিরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন