শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের মানউন্নয়নে পিআইবি কাজ করছে
ডেস্ক রিপোর্ট ॥
পাইকগাছায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত ৩দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সরকার অনলাইন নীতিমালা প্রণয়ন, ওয়েজ বোর্ড ও প্রেস কাউন্সিল গঠন, গণমাধ্যমকে শিল্প ঘোষণা, গ্রেফতারী পরোয়ানার স্থলে সমনজারি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন সহ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমান যুগ মিডিয়ার যুগ উল্লেখ করে বক্তারা বলেন, পিআইবি এক সময় নির্র্দিষ্ট পরিসরের মধ্যে সিমাবদ্ধ থাকলেও বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় অপসাংবাদিকতা রোধ সহ তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মানউন্নয়নে পিআইবি জেলা থেকে উপজেলা পর্যায়ে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। প্রশিক্ষণ থেকে নতুন নতুন জ্ঞান লাভ করার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত সাংবাদিকরা গণমাধ্যমকে সমৃদ্ধ করবেন বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা শুক্রবার সকালে পাইকগাছাস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ পান্ডে, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পিআইবি’র কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডঃ প্রশান্ত মন্ডল ও শেখ সাইফুদ্দীন মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র। বক্তব্য রাখেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুস সালাম ও শাকিলা পারভীন রুমা। প্রশিক্ষণ কর্মশালায় অত্র এলাকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। রোববার কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করবেন পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর। এবং শনিবার সন্ধ্যায় মহাপরিচালককে মাহমুদকাটীস্থ অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে বলে সভাপতি সমীরণ দেব জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন