শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬

ফুলবাড়ীয়া-বারআড়িয়া অস্থায়ী ঘাটের নির্মাণ কাজের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছার সীমান্তবর্তী ফুলবাড়ীয়া-বারআড়িয়া খেয়া পারাপারে অস্থায়ী ঘাটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুপদ রায়, রণধীর মন্ডল, বিশ্বজিৎ রায়, ডালিম রায়, ইউপি সচিব ধীমান মল্লিক, আ’লীগনেতা অনীল কুমার মল্লিক, রণজিত মন্ডল, গুরুদাশ রায়, যুবলীগনেতা রাম টিকাদার, দিবাকর মন্ডল, চিন্ময় রায়, প্রতীম রায়, হাফিজুর মোড়ল, সমীর বিশ্বাস ও সত্যেন রায়। উল্লেখ্য জেলার পাইকগাছা ও বটিয়াঘাটার সীমান্তবর্তী ভদ্রা নদীর ফুলবাড়ীয়া-বারআড়িয়া খেয়াঘাটটি দু’উপজেলার হাজার হাজার মানুষের পারাপারের অন্যতম একটি মাধ্যম। সাম্প্রতিক সময়ে বটিয়াঘাটা প্রশাসন বারআড়িয়া ঘাটটি বন্ধ করে দিলে চরম দুর্ভোগে পড়েন পারাপাররত যাত্রীরা। ভাটার সময় মাঝ নদী থেকে হাঁটু কাদা ভেঙ্গে উপরে উঠতে হতো যাত্রীদের। সাধারণ মানুষের এ দূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের তত্তাবধায়নে পুর্বের ঘাটের পাশে বিকল্প একটি অস্থায়ী ঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসাবে দেলুটি ইউনিয়ন পরিষদের উদ্যেগে বাঁশ, ইট ও বালু দিয়ে বিকল্প ঘাটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন