বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৬ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা  পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে “অতীতকে জানবো, আগামীকে গড়ব” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সরদার মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্যাক্টর রণজিৎ কুমার মিস্ত্রী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, মিজানুর রহমান, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, শিক্ষক ইমরুল ইসলাম, প্রদীপ শীল, মাওঃ অজিয়ার রহমান, শিক্ষার্থী আশিকা সুলতানা নীশি ও সুমাইয়া রহমান তিশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন