বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

#উপজেলাডেস্ক
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা, শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি মুলক ও নাশকতা প্রতিরোধে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এস,এম জাবীদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক, গাজী জুনায়েদুর রহমান, কওছার আলী জোয়াদ্দার, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পূজা পরিষদের সভাপতি সমিরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, দাউদ শরীফ, আজিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় পাইকগাছা কলেজ জাতীয়করণ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মশিউর রহমান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নুরুল হক এবং ফেসবুকের মাধ্যমে জনসমস্যা দ্রুত সমাধানের স্বীকৃতি স্বরূপ সম্মামনা লাভ করায় খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানকে অভিনন্দন জানানো হয়। একই সাথে মাসিক সভায় শতভাগ উপস্থিতি, নিশ্চিত ও শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ন পরিবেশে উদযাপনের লক্ষে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন