শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

এ্যাড. শেখ মোঃ নূরুল হক কর্তৃক মনোযোগ আকর্ষণী বিজ্ঞপ্তি

বাংলাদেশ-১০৪, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য সম্প্রতি খুলনা হইতে প্রকাশিত “দৈনিক পূর্বাঞ্চলে” নিম্নরূপ বিজ্ঞপ্তি প্রদান করেন। প্রসঙ্গত সাবেক সংসদের বাংলাদেশের কোন তপশীলি ব্যাংকে কোন দায়দেনা নাই।
                                   “পূর্বাঞ্চলে প্রকাশিত মনোযোগ আকর্ষণী বিজ্ঞপ্তি”
কতিপয় কৌতুহলী মহলের অপপ্রচার হেতু এবং সর্বোপরী সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সর্বশক্তিমান স্রস্টার অসীম কৃপায় আমরা“এন হক ব্রিকস্ ইন্ডাষ্ট্রিড” এবং “এন হক এ্যান্ড এসোসিয়েটস লিঃ শিরোনামীয় “আইএফআইসি ব্যাংক লিঃ” খুলনা শাখার ঋণ হিসাব দু’টির বিপরীতে ব্যাংকের সম্পূর্ণ পাওনা টাকা ইতোমধ্যে পরিশোধান্তে আমাদের সকল রেহান সম্পত্তি অবমুক্তিকরণসহ ব্যাংকের দায়মুক্তি সনদপত্রপ্রাপ্ত হয়েছি। বিধায় সংশ্লিষ্টদের এ বিষয়ে এবং অহেতুক আমার শারীরিক অসুস্থতার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সম্পদের বিপরীতে ব্যবসায়ের স্বার্থে ঋণ গ্রহণ করতে পারেন সেটা কোন সমালোচনা বা দোষের বিষয় নয়।

এ্যাড. শেখ মোঃ নূরুল হক
সাবেক সংসদ সদস্য
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)
স্বত্বাধিকারী ঃ এন হক ব্রিকস্ ইন্ডাষ্ট্রিজ
চেয়ারম্যান এন হক এ্যান্ড
এসোসিয়েটস লিঃ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন