রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে রাস উৎসব পালিত; সাবেক এমপি’র জন্য প্রার্থনা

খুলনার পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের রাস উৎসব পালিত হয়েছে। উৎসবে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থনা করা হয়েছে।
উৎসব উপল্েয রোববার সকালে উপজেলার লতার কাঠামারিতে সকালে নীলকোমল ঠাকুরের পুজা, পবিত্র গীতাপাঠ, পুন্যস্নান, দুপুরে সাঁতার প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ, বিকালে নৌকাবাইচ প্রতিযোগিতা ও রাতে জামাই রাজা এবং চলচিত্র শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে শিববাটিস্থ পুন্যস্নান কেন্দ্র, সোলাদানার খালিয়ারচক, লস্কর, কড়–লিয়া, ভিলেজ পাইকগাছার শিবসা ব্রীজের সন্নিকোট, কপিলমুনিসহ বিভিন্নস্থানে রাস উৎসবের কর্মসূচী পালিত হয়েছে। পৃথক এসব অনুষ্ঠানে খুলনা-৬ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের চূড়ান্ত মনোনয়নের জন্য প্রার্থনা করা হয় বলে উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক সুকুমার বিশ্বাস জানিয়েছেন। 

                                                   পাইকগাছায় নাশকতার আশংকায় ৬ জামায়াত-শিবির নেতা আটক
খুলনার পাইকগাছায় নাশকতার আশংকায় ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসদরের ছাত্রাবাস ও চিংড়ী ঘের থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন গভীর রাতে থানার এসআই হারুন অভিযান চালিয়ে পৌর সদরের আল-আমিন ট্রাস্টের মুন্না ছাত্রাবাস থেকে শিবির নেতা মোঃ জাহিদ আলম(২৩), দিদারুল আলম (৩১), মেহেদি হাসান (১৯), শাহিনুর রহমান (১৯), মনিরুল ইসলাম (১৯)) কে এবং চাঁদখালীর ইউপি’র কাটাখালীর একটি চিংড়ী ঘের থেকে জামায়াত নেতা শামসুর মোড়ল (৪৬) কে আটক করা হয়। আটককৃতদের রোববার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। 

এডিটর
নিউজ অফ পাইকগাছা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন