মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

খুলনার পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানতে থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুলকে গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে। এসময় আত্মচিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দনি সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দনি সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানতে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।
                                                        খুলনা পলিটেকনিকের ছাত্র ছাত্রশিবির নেতা পাইকগাছায় আটক
খুলনার পাইকগাছায় ছাত্র শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সনাতনকাটি থেকে তাকে আটক করে।
 থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের শেখ রফিকুলের ছেলে খুলনা সিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র ও ইনষ্টিটিউটের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করে। এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান শিবির নেতা পারভেজ এলাকায় গতকয়েকদিন ধরে আ’লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতাকর্মীদের নামের তালিকা তৈরী করছিল। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক পারভেজকে মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন