আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (পাইকগাছা-কয়রা) থেকে ২য় দিনে আরোও দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানাগেছে। সোমবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আ’লীগের সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক ও তার জৈষ্ঠ্য পুত্র শেখ মনিরুল ইসলাম। এর আগে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান এমপি এ্যাড. সোহরাব আলী সানা ও জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী। এ নিয়ে গত দু’দিনে এ আসনে ৪জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেন। উল্লেখ্য ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও শেষ মুহুর্তে হাতছাড়া করেন সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে এবারও অনেকটাই আশাবাদি বলে জানিয়েছেন সাবেক এ এমপি। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আব্দুস সাত্তার পাড়, অনন্ত কুমার সরদার, জয়ব্রত কুমার বাছাড়া, গাজী মিজানুর রহমান, ছাত্রনেতা গাজী রফিক, তৌফিকুর রহমান, আজহারুল ইসলাম সম্রাট, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মৃনাল কান্তি বাছাড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন