শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

পাইকগাছায় যৌন উত্তেজক ট্যাবলেটসহ ৪ তরুন-তরুনী আটক

খুলনার পাইকগাছায় আপত্তিকর অবস্থায় স্কুল ও কলেজ পড়ুয়া ৪ (তরুন-তরুনী) শিার্থীকে আটক করা হয়েছে। শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের এক ব্যবসায়ীর বাড়ী থেকে তাদেরকে আটক করে। ঘটনাস্থল থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানিয়েছে, ঘটনার দিন পৌর সদরের বাতিখালী গ্রামের চিংড়ী ব্যবসায়ী ইমান আলী গাজীর কলেজ পুড়–য়া পুত্র রায়হান পারভেজ রনি (১৭) ও সরল গ্রামের জাফর মোল্যার পুত্র হোসাইন (১৭), সরল গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন ও দেব্রবত কুমার (দেবু)’র স্কুল পড়–য়া দু’কন্যাকে নিয়ে হাসপাতাল সংলগ্ন ব্যবসায়ী রামপ্রসাদের বাড়ীর দ্বিতল ভবনের একটি ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ ব্যাপারে থানার এসআই হারুন ও সিরাজ জানান ব্যবসায়ী রামপ্রসাদের বাড়ী থেকে আপত্তিকর অবস্থায় ৪ তরুন-তরুনীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকটি যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ এবং গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের এ দু’কর্মকর্তা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা থানা হেফাজতে ছিল।
                                                            পাইকগাছায় মাদকদ্রব্যসহ আটক ৩
খুলনার পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ৩ জনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ী থেকে ১১ লিটার মদ, ৬ গ্রাম হিরোইন, ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদকদ্রব্য আটক করে।
থানাপুলিশ সুত্রে জানাযায়, ঘটনার দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার আগড়ঘাটা গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র আসলাম পারভেজ (২৮) কে মাহমুদকাটিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা হোমিও কিনিক থেকে ১শ এম এল এর ৮৪ বোতল, ২ লিটারের ২ বোতলসহ (১১ লিটার মদ) আসলাম পারভেজকে, ৬ গ্রাম হিরোইনসহ বন্দিকাটি গ্রামের কওসার গাজীর পুত্র হারুন-অর-রশীদ মাইকেল(৩২)কে এবং ৩শ গ্রাম গাঁজাসহ রামনাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শেখ জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয় বলে উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান। গাঁজাসহ আটক জাহাঙ্গীরকে খুলনায়  ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন