
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায়ের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গতকাল তাকে জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচারের খবর প্রকাশিত হওয়ার পর হতবাক হয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পূজা পরিষদ নেতৃবৃন্দ।
প্রাপ্ত সূত্রমতে জানাগেছে, উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি দেবব্রত রায় একজন বিশিষ্ট সমাজসেবক। অনুরূপভাবে উপজেলা পূজা উদযাপন পরিষদের একজন দায়িত্বশীল নেতা। ধর্মীয় সংগঠনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বিভিন্ন ভাবে তিনি এলাকার মানুষের পাশে থেকে উপকার করে থাকেন। তারএ সামাজিক কর্মকান্ডে ইর্শ্বানিত একটি কুচক্রী মহলের কুপ্ররচনায় গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অপপ্রচার ছড়ায়। কে এই দেবু, খুঁটির জোর কোথায় এবং এমপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন সহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে জনৈক দেবুর নাম উল্লেখ করে নানা অপপ্রচার করা হয়। এ ব্যাপারে মন্দির কমিটির নেতৃবৃন্দ এ প্রতিবেদককে জানান, দেবব্রত রায় একজন সামাজিক ব্যক্তি। এলাকার কোথাও তার বিরুদ্ধে কোন অভিযোগ নাই। আহম্মদ আলী জানান, শুনেছি অপপ্রচার মূলক প্রতিবেদনে আমার বক্তব্য তুলে ধরা হয়েছে। অথচ এ ব্যাপারে কারো সাথে আমার কোন কথা হয়নি। দেবব্রত রায় জানান, আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এলাকার একটি কুচক্রী মহল পরক্ষোভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার ছড়াচ্ছে। এখবর জানার পর একদিকে যেমন সচেতন মহল হতবাক হয়েছেন তেমনি পূজা পরিষদ নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে মন্দির কমিটির সভাপতি দেবব্রত রায় জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন