পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে জমির মালিকের হারির টাকা না দিয়ে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত রহমান গাজীর ছেলে মান্দার আলী গাজী, চারবান্দা মৌজার ১৩০ খতিয়ানের এসএ ৩৩৬ ও ৪৪১ দাগের নিজের ৬ বিঘা জমি পার্শ¦বর্তী নারিকেলতলা (পাটকেলপোতা) গ্রামের মৃত কওছার আলী সানার ছেলে জুলফিকার আলী সানার নিকট ২০০৭ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী লীজ দেন। ঘের ব্যবসায়ী জুলফিকার পরবর্তীতে ২০/০৪/২০০৮ সালে ৭৯৯ নং রেজিঃ চুক্তিপত্র বুনিয়াদে পুনরায় ১৪১৮ সন হতে ১৪২৫ সন পর্যন্ত ৭ বছর মেয়াদী চুক্তিপত্র করেন। উক্ত লীজ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় মান্দার গাজী ২৮/০১/২০১৪ তারিখে ২৭৪ নং রেজিঃ লীজ দলিল বুনিয়াদে ঘোষণা পত্রের মাধ্যমে চুক্তিপত্র বাতিল করেন। কিন্তু জুলফিকার কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে হারির টাকা না দিয়ে উক্ত জমিতে জোরপূর্বক মৎস্য চাষ করায় মান্দার গাজীর পক্ষ থেকে তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রদান করা সহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা উপেক্ষা করে চারবান্দা- পাটকেলপোতা সড়কের ক্ষতিসাধন করছেন। ইতোমধ্যে সড়কের কয়েকটি স্থানের অর্ধেক জায়গা জুড়ে ঘেরের মধ্যে চলে যাওয়ায় যাতায়াত বন্ধ হাওয়া উপক্রম হয়েছে। এদিকে প্রথম ৫ বছর মেয়াদের ৬ হাজার টাকা হারী হিসাবে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরবর্তী ৭ বছর মেয়াদে ১০ হাজার টাকা হারী হিসাবে ৪ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা সহ মোট ৬ লাখ ৫০ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত জুলফিকার মান্দার গাজীকে ৯২ হাজার টাকা প্রদান করেছে। বাকী ৫ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধে নানা তালবাহানা করে আসছেন জুলফিকার আলী। অবশেষে এ ঘটনায় মান্দার গাজীর ছেলে আব্দুস সালাম গাজী বাদী হয়ে ঘের ব্যবসায়ী জুলফিকার আলী সানার বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৩০০/১৭ নং মামলা দায়ের করেছে।
পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে জমির মালিকের হারির টাকা না দিয়ে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্থ করে জোরপূর্বক মৎস্য চাষ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের মৃত রহমান গাজীর ছেলে মান্দার আলী গাজী, চারবান্দা মৌজার ১৩০ খতিয়ানের এসএ ৩৩৬ ও ৪৪১ দাগের নিজের ৬ বিঘা জমি পার্শ¦বর্তী নারিকেলতলা (পাটকেলপোতা) গ্রামের মৃত কওছার আলী সানার ছেলে জুলফিকার আলী সানার নিকট ২০০৭ সাল হতে ২০১১ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী লীজ দেন। ঘের ব্যবসায়ী জুলফিকার পরবর্তীতে ২০/০৪/২০০৮ সালে ৭৯৯ নং রেজিঃ চুক্তিপত্র বুনিয়াদে পুনরায় ১৪১৮ সন হতে ১৪২৫ সন পর্যন্ত ৭ বছর মেয়াদী চুক্তিপত্র করেন। উক্ত লীজ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করায় মান্দার গাজী ২৮/০১/২০১৪ তারিখে ২৭৪ নং রেজিঃ লীজ দলিল বুনিয়াদে ঘোষণা পত্রের মাধ্যমে চুক্তিপত্র বাতিল করেন। কিন্তু জুলফিকার কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে হারির টাকা না দিয়ে উক্ত জমিতে জোরপূর্বক মৎস্য চাষ করায় মান্দার গাজীর পক্ষ থেকে তার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রদান করা সহ ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা হয়। এমনকি স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের নির্দেশনা উপেক্ষা করে চারবান্দা- পাটকেলপোতা সড়কের ক্ষতিসাধন করছেন। ইতোমধ্যে সড়কের কয়েকটি স্থানের অর্ধেক জায়গা জুড়ে ঘেরের মধ্যে চলে যাওয়ায় যাতায়াত বন্ধ হাওয়া উপক্রম হয়েছে। এদিকে প্রথম ৫ বছর মেয়াদের ৬ হাজার টাকা হারী হিসাবে ১ লাখ ৮০ হাজার টাকা এবং পরবর্তী ৭ বছর মেয়াদে ১০ হাজার টাকা হারী হিসাবে ৪ লাখ ২০ হাজার টাকা এবং অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা সহ মোট ৬ লাখ ৫০ হাজার টাকার মধ্যে এ পর্যন্ত জুলফিকার মান্দার গাজীকে ৯২ হাজার টাকা প্রদান করেছে। বাকী ৫ লাখ ৫৮ হাজার টাকা পরিশোধে নানা তালবাহানা করে আসছেন জুলফিকার আলী। অবশেষে এ ঘটনায় মান্দার গাজীর ছেলে আব্দুস সালাম গাজী বাদী হয়ে ঘের ব্যবসায়ী জুলফিকার আলী সানার বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়র ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ৩০০/১৭ নং মামলা দায়ের করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন