মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শোক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। ১১ টায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে লোনাপানি কেন্দ্র জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলী, শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, অধ্যক্ষ লুৎফর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, ওসি আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, আব্দুল গফফার, এমপি পুত্র শেখ রাশেদুল ইসলাম রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগ সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, শিক্ষার্থী প্রচেতা জামান নিধি, সুমাইয়া রহমান তিশা, আসির ফয়সাল ও মুশফিকু জান্নাত মৌসি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুরূপভাবে পৌরসভার মাঠে অধ্যক্ষ লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, রতন কুমার ভদ্র, এমপি পুত্র ও যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল সহ সংগঠনের নেতৃবৃন্দ। শহিদ গাজী শামছুর রহমান স্মৃতি সংসদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এসএম মোজাম্মেল হক, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, ফরহাদ নেওয়াজ শিমু, ফরিদ নেওয়াজ হিমু, আব্দুস সামাদ, আজহারুল ইসলাম পল্টু, সোহরাব গাজী, সাইদুল গাজী, প্রজিত কুমার, সবুর গাজী, মিন্টু ও রাজু। সন্ধ্যায় বনানী সংঘ কার্যালয়ে অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন কলেজ ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ স্ব-স্ব ইউনিটে দিনটি পালন করে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র বিশিষ্ট সমাজসেবক শেখ রাশেদুল ইসলাম রাসেল। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসিয়ার রহমান, সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সম্পাদক রায়হান পারভেজ রনি, কলেজ ছাত্রলীগের সভাপতি মনোজ মন্ডলসহ কপিলমুনি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন