শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

নিউজ অফ পাইকগাছায় খবর প্রকাশের পর পাইকগাছায় বঞ্চিত ৩শ শ্রমিককে ২৭ লাখ টাকা প্রদান

>>>>>>>>>>>> ফলোআপ
নিউজ অফ পাইকগাছা ॥
খুলনার পাইকগাছায় কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি প্রকল্পের কর্মরত ৩শ শ্রমিককে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার খবর নিউজ অফ পাইকগাছা সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের এক মাস পর বঞ্চিত শ্রমিকদের মাঝে প্রশিক্ষণ বাবদ প্রাপ্য ২৭ লাখ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এ অর্থ বিতরণ করেন বাস্তবায়ন সংস্থা।
সুত্রমতে-বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের আওতায় ডব্লিউএফপি,ইউকেএআইডি ও কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহায়তায় উপজেলার লতা ইউনিয়নে কাজের বিনিময়ে অর্থ কর্মসুচি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু করেন উন্নয়ন সংস্থা জেজেএস। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের ৩শ হত দরিদ্র নারী-পুরষকে প্রতিদিন ২শ টাকা মুজুরী হারে ৪৫ কর্মদিবস এর জন্য নিয়োগ প্রদান করার মাধ্যমে গত ৫/৪/১৪ ইং তারিখ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর মাঝপথে জে জে এস কতৃপক্ষ প্রকল্পের প্রশিক্ষণ বাবদ বরাদ্ধ কৃত অর্থ কর্মরত শ্রমিকদের প্রদান করবেন না বলে জানিয়ে দেন। উপজেলা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশিক্ষণ বাবদ বরাদ্দকৃত অর্থ কর্মরত শ্রমিকদের বঞ্চিত করে অপর দু’টি ইউ্নিয়নে স্থানান্তরের উদ্যোগ নিলে এ নিয়ে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন গত ১৩ জুন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অবশেষে খবর প্রকাশের একমাস পর ৪টি বিষয়ের উপর প্রশিক্ষণ বাবদ প্রত্যেক শ্রমিককে ৯ হাজার টাকা করে ২৭ লাখ টাকা ৩ শ শ্রমিকদের মধ্যে প্রদান করা হয়। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ ভবনে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের মাধ্যমে বঞ্চিত শ্রমিকদের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেজেএস এর নাজমুল হুদা ও কনসার্ন ওয়াল্ড ওয়াইডের সত্যরঞ্জন রায় সহ বাস্তবায়ন সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত টাকা পাওয়ার পর বঞ্চিত শ্রমিকদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এ ব্যাপারে তারা গনমাধ্যম কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন