শুক্রবার, ১৭ জুন, ২০১৬

পাইকগাছায় এক সপ্তাহের সাঁড়াশি অভিযানে ৪ জামায়াত নেতা সহ ৬০ ব্যক্তি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি॥ 
পাইকগাছা থানা পুলিশ গত এক সপ্তাহের সাঁড়াশি অভিযানে ৪ জামায়াত নেতা ও বিভিন্ন মামলার আসামী সহ ৬০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। যদিও চলমান অভিযান আরো ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। ওসি আশরাফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ ৯ জুন দিবাগত রাত থেকে ১৬ জুন দিবাগত রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৪ নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামী সহ ৬০ ব্যক্তিকে গ্রেফতার করে। ১৬ জুন  গ্রেফতারকৃতরা হলেন, ২ বছরের সাঁজা প্রাপ্ত আসামী ভিলেজ পাইকগাছা গ্রামের লোকমান মালির ছেলে মোবারক আলী, দারুণমল্লিক গ্রামের মনোরঞ্জন মজুমদারের ছেলে নিশিত মজুমদার, শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত হাতেম মোড়লের ছেলে জলিল মোড়ল, মালথ গ্রামের আয়জুদ্দিনের ছেলে আবুল
হোসেন, ১৫ জুনে গ্রেফতারকৃতরা হলেন কৈয়েসিটিবুনিয়া গ্রামের মৃত নিরাপদ মন্ডলের ছেলে ভূধর চন্দ্র মন্ডল, গোশাই মন্ডল, গোবিন্দ মন্ডল, রেজাকপুর গ্রামের হাসেম আলীর ছেলে জাহাঙ্গীর মোড়ল, আলমতলা গ্রামের ছাত্তার সানার ছেলে মনিরুজ্জামান, চককাওয়ালী গ্রামের মনিরুদ্দীন গাজীর ছেলে মশিউর রহমান, মৃত আমির গাজীর ছেলে শুকুর আলী, মৃত আনার সরদারের ছেলে বাবলু সরদার, মৃত হাফেজ খাঁ’র ছেলে সাজ্জাদ খাঁ, ১৪ ও ১৩ জুন গ্রেফতারকৃতরা হলেন হরিঢালী গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে মেহেদী হাসান, বিরাশি গ্রামের বাবর আলী সরদারের ছেলে সোহেল সরদার, আলমতলা গ্রামের বাবর আলী জমাদ্দারের ছেলে অলিয়ার জমাদ্দার, হাবিব নগর গ্রামের সুলতান গাজীর ছেলে গফুর গাজী, রেজাকপুর গ্রামের শেখ মুনতাজ আলীর ছেলে শেখ আব্দুল আলিম, মালথ গ্রামের পীর আলী গাজীর ছেলে রুবেল গাজী, সিলেমানপুর গ্রামের শওকত মোল্লার ছেলে আলফাজ মোল্লা, দেবদুয়ার গ্রামের মৃত জনাব গাজীর ছেলে কাদের গাজী, রামনগর গ্রামের নুরুল মোড়লের ছেলে আতিয়ার রহমান, সমীর মন্ডলের ছেলে তরুণ মন্ডল, রামনাথপুর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে গফ্ফার গাজী, শ্রীকণ্ঠপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে বদরউদ্দীন শেখ, পাইকগাছা গ্রামের আবুবক্কর গাজীর ছেলে শফিকুল ইসলাম, গোপালপুর গ্রামের শাহজুদ্দীন সরদারের ছেলে ছাব্বির সরদার, গদাইপুর গ্রামের মৃত হোসেন সানার ছেলে আলতাব সানা ও হরিঢালী গ্রামের জমির গাজী, ১২ ও ১১ জুন গ্রেফতারকৃতরা হলেন জামায়াত নেতা খড়িয়া গ্রামের আলহাজ্ব মোনতাজ আলী সানার ছেলে আনোয়ার হোসেন (৫০), মৃত সৈয়দ আলী গাজীর ছেলে রুহুল আমিন (৬৩), আলমতলা গ্রামের আব্দুল কাদের সানার ছেলে শামসুর রহমান  (৩৩), সরল গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে মহিউদ্দীন গাজী। অন্যান্য আসামীরা হলেন, নোয়াকাটি গ্রামের মৃত সোবহান সরদারের ছেলে আকাম আলী সরদার, মৃত আফসার সরদারের ছেলে গফ্ফার সরদার, সোনাতনকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম, সিলেমানপুর গ্রামের খায়ের মোল্লার ছেলে সাদেক মোল্লা, মৃত সোনা গাজীর ছেলে হাফিজুর গাজী সহ ১১ আসামী, ১০ জুন গ্রেফতারকৃতরা হলেন বিরাশি গ্রামের ফজলু গাজীর ছেলে রফিকুল গাজী, রামনগর গ্রামের মোকসেদ গাজীর ছেলে মশিয়ার গাজী, কাশিমনগর গ্রামের মৃত হরিপদ নাথের ছেলে স্বপন নাথ, মৃত শেখ শামছুর উদ্দীনের ছেলে শেখ হারুন, মৃত জব্বার গাজীর ছেলে ওসমান গাজী, মটবাটী গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে রসময় বিশ্বাস ও বাতিখালী গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত গাজী মিজানুর রহমান মন্টুর ছেলে যুবদল নেতা কামাল আহম্মেদ রাজিব নেওয়াজ ও ৯ জুন গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার সরল গ্রামের রমাকান্ত শীলের ছেলে তপন শীল (৪০), জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী রাড়–লী গ্রামের মানিক গাজীর ছেলে মোকাম গাজী, বিরাশী গ্রামের মাহাতাব সরদারের স্ত্রী শরিফা বেগম, শিলেমানপুর গ্রামের নূরুল গাজীর ছেলে জিল্লুর রহমান ও বিল্লাল গাজী, শ্রীকন্ঠপুর গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে হোসেন আলী ও সিআর মামলার ২ আসামীসহ ৮ ব্যক্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন