শনিবার, ১৮ জুন, ২০১৬

আকর্ষনীয় সুযোগে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজে এইচএসসি ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষে, ভর্তি চলছে।

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজে এইচএসসি ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষে, ভর্তি চলছে। আকর্ষনীয় সুযোগ-সুবিধা দিচ্ছে এবার কর্তৃপক্ষ। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল নিউজ অফ পাইকগাছাকে বলেন ডিজিটাল বাংলাদেশ গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে শিক্ষার কোন বিকল্প নাই। তাই চলতি বছর প্রথম পর্যায়ের ফলাফলে প্রায় ৪ শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ কলেজে। এরপর আরো কয়েক ধাপ ফলাফল ঘোষনা হবে। এবার শিক্ষার্থীদের জন্য নিমোক্ত সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
▣ ছাত্রদের সর্বনিম্ন ফিতে ভর্তির সুযোগ।
▣ ছাত্রীদের ভর্তি সম্পূর্ণ ফ্রী এবং বিনা বেতনে লেখাপড়ার সুযোগ
▣ মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই প্রদান করা হবে এবং
▣ মেধাবীদের উপবৃত্তি তো থাকছেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন