পাইকগাছা প্রতিনিধি॥ পাইকগাছায় এক শিশুর রহস্যজনক মৃত্যু ও এক বৃদ্ধা’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।
থানাপুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের হাকিম জমাদ্দারের মেয়ে বুলি খাতুন (১২) গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে পরিবার দাবী করেছে। এ ঘটনায় স্থানীয় একটি সুত্র জানিয়েছে, শিশু বুলির সাথে তার মায়ের ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে তার মায়ের চড়ের আঘাতে তার মৃত্যু হয়। অপরদিকে একই দিন রাত ৮টার দিকে উপজেলা গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামের মৃত অমূল্য কৃষ্ণ বৈদ্যের স্ত্রী সোনাপতি বৈদ্য (৭০) নিজ বাড়ীতে বিষ পানে আত্মহত্যা করে। এ ব্যাপারে ওসি (ভারপ্রাপ্ত) জহুরুল আলম জানান, শিশু বুলি’র মৃত্যু রহস্য জনক মনে হওয়ায় তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন