সোমবার, ২০ জুন, ২০১৬

পাইকগাছা পৌরসভার বিভিন্ন শাখায় কম্পিউটার সেট প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা পৌরসভার সকল কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে বিভিন্ন শাখায় কম্পিউটার সেট প্রদান করা হয়েছে। সোমবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আরইউএমএসইউ প্রকল্পের আওতায় পৌরসভার প্রকৌশল, কর বিভাগ, ট্রেড লাইসেন্স বিভাগ ও হিসাব শাখায় ৪টি কম্পিউটার সেট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, গাজী আব্দুস সালাম, মোঃ আলাউদ্দীন গাজী, কবিতা রানী দাশ, পৌর সচিব তুষার কান্তি দাশ, উত্তম ঘোষ, সাঈদুর রহমান ও আব্দুল মজিদ বয়াতী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন