জেলা তথ্য অফিস, সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করছে
ডেস্ক রিপোর্ট॥
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে ভিশন ঃ ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিভাগীয় জেলা তথ্য
অফিসের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল সরকারের সাফল্য তুলে ধরে বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার তার প্রথম মেয়াদ সহ বিগত সাত বছরে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুখী, সমৃদ্ধ এবং মুক্তিযদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। জেলা তথ্য অফিস সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে উল্লেখ করে তিনি সরকারের এ সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। একই সাথে সরকারের গঠন মূলক সমালোচনা, পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার ও নাশকতা এবং জঙ্গিবাদ উস্কে যায় এমন নিউজ পরিহার করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে উপজেলার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুরূপভাবে সকালে শহীদ গফুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন