
#পাইকগাছাপ্রতিনিধি ॥
#পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌর সদরের প্রধান সড়কে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, গাজী আব্দুস সামাদ, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, জিএ গফুর, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, বিএনপি নেতা স ম আব্দুল জব্বার, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের কোর্চ তুষার কান্তি মন্ডল, বাস মালিক সমিতির শেখ জাহিদুল ইসলাম। কর্মসূচীতে ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বদরুল আনামের ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান। উল্লেখ্য আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বাসষ্টান্ড সংলগ্ন জিরো পয়েন্টে পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত জরাজীর্ণ প্রধান সড়ক সংস্কারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচীর আহবান করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন