শনিবার, ২৫ জুন, ২০১৬

নবাগত ওসি মারুফ আহম্মদ’র সাথে মফস্বল সাংবাদকি ফোরাম নতেৃবৃন্দরে মতবিনিময়

মফস্বল ডেস্ক ॥  পাইকগাছা থানার নবাগত ওসি মারুফ আহম্মদ এর সাথে ফুললে শুভচ্ছো ও মতবিনিময় করছেনে বাংলাদশে মফস্বল সাংবাদকি ফোরাম (বএিমএসএফ) পাইকগাছা উপজলো শাখার নতেৃবৃন্দ। শনবিার সকালে থানা ভবনে ফোরামরে পক্ষ থকেে নবাগত ওসি মারুফ আহম্মদ ও নবাগত ওসি (তদন্ত) জাবীদ হাসানকে ফুললে শুভচ্ছো জানানো হয়। মতবনিমিয় কালে নবাগত ওসি এলাকার র্সাবকি আইন শৃংখলা পরস্থিতিি স্বাভাবকি রাখতে সাংবাদকি নতেৃবৃন্দরে সহযোগীতা কামনা করনে। এ সময় উপস্থতি ছলিনে মফস্বল সাংবাদকি ফোরামরে উপজলো সভাপতি আব্দুল আজজি, সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, সম্পাদক আলাউদ্দীন রাজা, সাংগঠনকি সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক এমআর মন্টু, নজরুল ইসলাম, আমনিুল ইসলাম বজলু, শখে দ্বীন মাহমুদ, আব্দুর রাজ্জাক বুল,ি আবুল হাসমে, কৃষ্ণ রায়, বভিূতি ভূষণ ঢালী সহ ফোরামরে বভিন্নি র্পযায়রে নতেৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন