“#ভিজিএফ কার্ড হবে না-#অপরাধ ভোট দেয়নি”
শিরোনাম পড়েই একটু হতভম্ব হয়ে গেলেন তাই তো।
#বিস্তারিতপড়ুন
#সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর
শিরোনাম পড়েই একটু হতভম্ব হয়ে গেলেন তাই তো।
#বিস্তারিতপড়ুন
#সুষ্ঠু তদন্তের দাবী এলাকাবাসীর
#দ্বীপচ্যাটার্জী, ভ্রাম্যমান প্রতিনিধি।।
খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল এরকমই বলছিলেন গতকাল ভিজিএফ কার্ড প্রাপ্তদের চাউল বিতরণেরর সময়। দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর
নির্বাচিত হওয়ার পর ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামালের বিরুদ্ধে ।
#সুত্রমতে-পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে গতকাল ছিল ভিজিএফ কার্ড বিতরণের দিন। ৯টি ওয়ার্ডে এ বছর মোট ৪ হাজার ৬১৪ টি কার্ড বিতরণ করা হয় এবং জনপ্রতি ২০ কেজি করে চাউল কার্ডে দেয়া হয়। ৮নং ওয়ার্ডে প্রতিবছর যারা কার্ড পেয়ে থাকে এবং নতুন পরিবার সংযোজনপূর্বক এ ভিজিএফ কার্ড বিতরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় যারা প্রতিবছর কার্ড পেয়ে থাকেন তাদের মধ্যে কিছু পরিবারকে হঠাত অজানা কারনে বাদ দেয়া হয় কার্ড প্রাপ্তি থেকে। কারন জানতে গেলে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল বলেন-“#কার্ড হবে না-#অপরাধ নির্বাচনে তার প্রতিদ্বন্ধির হয়ে কাজ করেছে বলে”। এ ঘটনায় ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ ফুসে উঠছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে মেয়র সেলিম জাহাঙ্গীরকে অবহিত করলে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে, এসব ব্যক্তিদের চাউল প্রদান করেন। এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবী জাানিয়েছে এলাকাবাসী।
#কাউন্সিলরের স্বজনপ্রীতির আরো খবর আসছে................
চোখ রাখুন
খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল এরকমই বলছিলেন গতকাল ভিজিএফ কার্ড প্রাপ্তদের চাউল বিতরণেরর সময়। দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর
নির্বাচিত হওয়ার পর ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামালের বিরুদ্ধে ।
#সুত্রমতে-পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে গতকাল ছিল ভিজিএফ কার্ড বিতরণের দিন। ৯টি ওয়ার্ডে এ বছর মোট ৪ হাজার ৬১৪ টি কার্ড বিতরণ করা হয় এবং জনপ্রতি ২০ কেজি করে চাউল কার্ডে দেয়া হয়। ৮নং ওয়ার্ডে প্রতিবছর যারা কার্ড পেয়ে থাকে এবং নতুন পরিবার সংযোজনপূর্বক এ ভিজিএফ কার্ড বিতরণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় যারা প্রতিবছর কার্ড পেয়ে থাকেন তাদের মধ্যে কিছু পরিবারকে হঠাত অজানা কারনে বাদ দেয়া হয় কার্ড প্রাপ্তি থেকে। কারন জানতে গেলে কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল বলেন-“#কার্ড হবে না-#অপরাধ নির্বাচনে তার প্রতিদ্বন্ধির হয়ে কাজ করেছে বলে”। এ ঘটনায় ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ ফুসে উঠছে। বিষয়টি তাৎক্ষনিকভাবে মেয়র সেলিম জাহাঙ্গীরকে অবহিত করলে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে, এসব ব্যক্তিদের চাউল প্রদান করেন। এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য মেয়র সেলিম জাহাঙ্গীরের নিকট সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তির দাবী জাানিয়েছে এলাকাবাসী।
#কাউন্সিলরের স্বজনপ্রীতির আরো খবর আসছে................
চোখ রাখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন