
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস- ২০১৬ উদযাপিত হয়েছে। আই.ই.এম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেনের সভাপতিত্বে “কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান ও মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব গাঙ্গুলির পরিচালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক স ম আব্দুস সবুর, হাবিবুর রহমান, বিমল কৃষ্ণ বর্মন, জাহানারা বেগম জয়া, ¯প্রীং বাংলাদেশের মোঃ জামাল উদ্দিন, সুশীলনের জাহানারা নার্গিস ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাজেদা পারভীন। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ পরিবার পরিকল্পনা পরিদর্শীকা পূরবী রায়, জাহানারা বেগম জয়া, কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে পুরস্কার প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন