সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পাইকগাছায় বসতবাড়ীতে হামলা ও ভাংচুর; গৃহবধু আহত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জায়গা-জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়ীতে হামলা চালিয়ে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধুকে বেদম মারপিট ও বসত ঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করার ঘটনা ঘটেছে। আহত গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় ৮ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার নাছিরপুর গ্রামের আইনুদ্দীন সরদারের স্ত্রী রোকেয়া বেগম স্বামী সন্তান নিয়ে নিজ বসতবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। এদিকে পূর্বশত্রুতার জের ধরে এলাকার প্রতিপক্ষ একটি মহল গত রোববার দুপুরে গৃহবধু বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন ও গৃহবধুকে মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোক জন আহত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধু রোকেয়া বেগম বাদী হয়ে রহিম গাজী, মনিরুল ইসলাম, রিপন হোসেন, ইসমাইল শেখ, ছামাদ, সুমন, আব্দুল্লাহ, রবিউল সহ ৮জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন